Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

◙ ভৌগলিক পরিচিতি
 

উপজেলার পরিচিতিঃ

নোয়াখালী বাংলাদেশের অন্যতম পুরাতন জেলা। এ জেলা সাবেক নোয়াখালী  সদর উপজেলার নরোত্তমপুর, সোন্দলপুর, ধানসিঁড়ি, ঘোষবাগ, চাপরাশিরহাট, ধানশালিক, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা ( ১৬০.৪৩ বর্গ কিলো মিটার আয়তন  ৭৪ টি মৌজা ৬৯টি গ্রাম) নিয়ে কবিরহাট উপজেলা গঠিত হয়। নবসৃষ্ট কবিরহাট উপজেলা উদ্বোধন হয় ৫ই সেপ্টোম্বর ২০০৬ সালে। নবসৃষ্ট কবিরহাট উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার অর্শ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের ২৭২ নং নোয়াখালী- ৫ আসন। কবিরহাট উপজেলার জনসংখ্যা ১,৯৬,৯৪৪, জন ( পুরুষ ৯২,৬০১ জন, মহিলা ১,০৪,৩৪৩ জন) । জনসংখ্যার প্রায় ৮৫% মুসলমান, অবশিষ্ট জনসংখ্যা হিন্দু ও খ্রিষ্টান ধর্মালম্বী। এখানে বসবাসরত হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে ধর্মীয় স¤প্রীতি বিদ্যমান। এলাকার শিক্ষার হার ৫৬.০৯% এবং যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের জীবন যাত্রার মান ভাল। এলাকায় অধিকাংশ জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল।